
কুয়াকাটা সৈকতে একটি মৃত অর্ধগলিত ডলফিন ভেসে এসেছে । শনিবার (১৫ মার্চ) বিকেলে জোয়ারের স্রোতে এটি সৈকতের গঙ্গামতি পয়েন্টে বালুতে আটকে যায়। স্থানীয় জেলেরা প্রথম ডলফিনটি দেখতে পান।
শরীরে পচন ধরা মৃত ডলফিনটি প্রায় পাঁচ ফুট লম্বা। ধারণা করা হচ্ছে এটি কয়েকদিন আগে মারা গেছে । জেলেদের জালে আটকে ডলফিন টি মারা যেতে পারে প্রাথমিক ভাবে ধারণা করছেন অনেকে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সামুদ্রিক পরিবেশ ঠিক রাখতে ডলফিনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এভাবে ডলফিনের মৃত্যু কাম্য নয়।
মুমু