ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সাত বছরের শিশুকে  ধর্ষণকারী  ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ০৭:০৫, ১৬ মার্চ ২০২৫; আপডেট: ০৭:০৮, ১৬ মার্চ ২০২৫

সাত বছরের শিশুকে  ধর্ষণকারী  ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

জেলা সদরের পলাশবাড়ি পাটোয়ারী পাড়া এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের আবু বক্কর নামে এক ব্যক্তিকে আটক করে গতকাল শুক্রবার (১৪ মার্চ) রাতে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 

আজ শনিবার(১৫ মার্চ) দুপুরে উক্ত ধর্ষককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়।
এ ঘটনায় শিশুটির মামা বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার সুত্রে পুলিশ জানায় গত ১১মার্চ দুপুরে শিশুটি ব্র্যাক স্কুল শেষে মামার বাড়িতে ফিরছিলো। পথিমধ্যে  বক্কর শিশুটিকে পেঁপে দেয়ার কথা বলে নিয়ে যায় তার ছোট মেয়ের বাড়িতে। ওই বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে জোড়পুর্বক ধর্ষণ করে বক্কর।  ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায় শিশুটিকে ওই ব্যক্তি। ঘটনার দুইদিনে মাথায় ১৪মার্চ রাতে শিশু অসুস্থ্যতা বোধ করলে বিষয়টি তার নানিকে জানায়। 

এরই মধ্যে জানাজানি হলে স্থানীয়রা বক্করকর আটকিয়ে পুলিশে খবর দিলে তাকে নিয়ে যাওয়া হয় থানায়। শিশুটিকে ভর্তি করা হয়েছে নীলফামারী জেনারেল হাসপাতালে। 
এ ঘটনায় একটি মামলা করেছেন মেয়েটির মামা সফিয়ার রহমান। 

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার ওসি মোস্তাফিজুর রহমান সাঈদ জানান, আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে ধর্ষককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) ডাঃ আব্দুর রহিম জানান, শিশুটির চিকিৎসা চলছে।

মুমু

×