
ছবিঃ সংগৃহীত
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে হুজি শহীদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামী শাহীনুর রহমান শাহীন নামে ৪০ বছর বয়সী এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) রাত ১১টার দিকে নগরীর সদর থানাধীন বাগমারা ব্রিজ সংলগ্ন মারকাজুল উলুম মাদ্রাসা রোডে এ ঘটনা ঘটে। শাহীনুর রহমান শাহীন নগরীর দৌলতপুর এলাকার কার্ত্তিককুল এলাকার বাসিন্দা আব্দুর রশীদ এর ছেলে। এলাকায় সে বড় শাহিন নামেও পরিচিত। তবে এলাকায় খোঁজ নিয়ে জানা যায় সে দীর্ঘদিন এলাকা ছাড়া, নতুন প্রজন্মের অনেকে তাকে চেনেই না। দীর্ঘদিন ধরে তিনি তো গোপনে ছিলেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, আমরা রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়েছি শাহীনুর রহমান শাহীন নামে একজনকে গুলি করেছে দুবৃত্তরা। আমরা সহ ঘটনা স্থলে সেনা সদস্যরা রয়েছে। শাহীনের বিরুদ্ধে হুজি শহীদ হত্যা মামলার আসামী বলে জানা গেছে। এছাড়া তার বিরুদ্ধে কয়েকটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
এটি কি দলের মধ্যে অন্তঃকোন্দল নাকি অন্য কোন ঘটনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে রাত সাড়ে নয়টার দিকে নগরী নিরালা এলাকায় দুর্বৃত্তদের ছড়া গুলিতে আহত হয় স্থানীয় এক ব্যবসায়ী।
রিফাত