
ছবিঃ প্রতীকী অর্থে
পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাতের আধাঁরে বসতঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে জখম করা হয়েছে। স্থানীয়রা গুরুত্বর আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।
ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ হাইমার্কেট এলাকার।
শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে আহতদের স্বজন যুবদল কর্মী শাওন সরদার অভিযোগ করে বলেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও পরবর্তীতে আওয়ামী লীগে যোগদানকরা একই বাড়ির লাল মিয়া সরদারের সাথে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছে।
ওই বিরোধকে কেন্দ্র করে জমি দখলের জন্য লাল মিয়া সরদার তার মেয়ে বরিশাল জেলা মহিলা দলের প্রচার সম্পাদক মনি আক্তারকে দিয়ে আমার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মিথ্যে মামলা দায়ের করিয়েছেন।
তিনি আরও বলেন, শুক্রবার (১৪ মার্চ) মসজিদে বসে বিষয়টি আমি স্থানীয় মুসল্লীদের অবগত করেছি। এতে ক্ষিপ্ত হয় লাল মিয়া ও তার পরিবারের সদস্যরা। ওইদিন বিকেলে লালমিয়া সরদার আমার চোখ তুলে নেওয়ার হুমকি দিয়ে আমার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় আমার চাচী রানু বেগম আমাদের পক্ষ নিয়ে প্রতিবাদ করলে তার ওপর ক্ষিপ্ত হয় লাল মিয়া।
তারই সূত্রধরে, ওইদিন রাত পৌনে বারোটার দিকে লাল মিয়ার ছেলে পৌর যুবদল কর্মী হিরা সরদার আমার চাচীর সাথে কথা বলবে বলে দরজা খুলতে বলেন। এসময় চাচী সরল মনে দরজা খুলে দিলে যুবদল কর্মী হিরা সরদার, মহিলা দল নেত্রী মনি আক্তার ও তাদের আত্মীয় সোহেল সন্যামত আমার চাচি রানু বেগমকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে চাচাতো বোন বিথী আক্তার ছুটে আসলে তাকেও কুপিয়ে গুরুত্বর জখম করা হয়।
তবে হামলার কোনধরনের যোগসূত্র নেই দাবি করে লাল মিয়া সরদার বলেন, কে বা কারা এ হামলা চালিয়েছে তা আমরা জানিনা। পূর্ব শত্রুতার জের ধরে এখন আমাদের বিরুদ্ধে মিথ্যে হামলার অভিযোগ আনা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ইমরান