ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ইফতার শেষে সমাবর্তন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতায় বাকৃবি ছাত্রদল 

বাকৃবি সংবাদদাতা।

প্রকাশিত: ০১:১৯, ১৬ মার্চ ২০২৫

ইফতার শেষে সমাবর্তন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতায় বাকৃবি ছাত্রদল 

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিল শেষে সমাবর্তন চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার করেন সংগঠনের নেতাকর্মীরা।  

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বাকৃবি সমাবর্তন চত্বরে আয়োজিত এই ইফতার মাহফিলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও স্থানীয়দের মিলিয়ে প্রায় দুই হাজারের বেশি মানুষ অংশ নেন। ইফতারের পর ব্যবহৃত প্লাস্টিক, খাবারের প্যাকেট ও অন্যান্য আবর্জনা পরিষ্কার করেন ছাত্রদলের নেতাকর্মীরা।  

বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ছাত্রদল সবসময় মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে। ইফতার আয়োজন যেমন ধর্মীয় ও সামাজিক দায়িত্ব, তেমনি পরিবেশ পরিষ্কার রাখাও আমাদের নৈতিক কর্তব্য। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও ছাত্রদল ছাত্রকল্যাণ, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ গ্রহণ করবে।

ইফতার আয়োজনে বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। ইফতার পরবর্তী পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার আহ্বান জানান।

×