ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

কোরআনের হাফেজ হলেন দৃষ্টি প্রতিবন্ধী ইফরান

প্রকাশিত: ০১:১৮, ১৬ মার্চ ২০২৫

কোরআনের হাফেজ হলেন দৃষ্টি প্রতিবন্ধী ইফরান

ছবি: সংগৃহীত

নরসিংদীর ১৬ বছর বয়সী মোহাম্মদ ইফরান দেখেন না পৃথিবীর আলো। তবে চার বছরে মুখস্থ করেছেন কোরআন শরীফের সম্পূর্ণ ৩০ পারা। শারীরিক, মানসিক ও সামাজিক নানা প্রতিকূলতা পেরিয়ে এখন তিনি একজন কোরআনের হাফেজ।

নরসিংদী সদর উপজেলার দরদরিয়া গ্রামের জামিল হোসেনের তিন সন্তানই জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী। কিন্তু দৃষ্টি না থাকলেও ইফরানের মা তাকে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করানোর সিদ্ধান্ত নেন।

মাদ্রাসায় ভর্তি হতে অনেক বাধা পেরোতে হয় ইফরানকে। তবে তার মা হাল ছাড়েননি। শেষ পর্যন্ত স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি হন তিনি। সেখানে সহপাঠী ও শিক্ষকেরা তাকে বিশেষভাবে যত্ন নেন—ওজুখানা, বাথরুম, নামাজের জায়গা, এমনকি খাবারের স্থানেও সহায়তা করতেন তারা।

দৃষ্টি প্রতিবন্ধকতার কারণে তিনি সাধারণ হাফেজদের মতো দেখে দেখে পড়তে পারতেন না। কিন্তু অদম্য ইচ্ছাশক্তির জোরে শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করেন।

ইফরানের ওস্তাদ বলেন, “একজন সুস্থ সন্তানকেও মানুষ করতে অনেক কষ্ট করতে হয়। সেখানে তিনজন সন্তানই অন্ধ, তবু ইফরানের মা-বাবা যে পরিশ্রম করেছেন, তা প্রশংসনীয়।”

তার সহপাঠীরাও ইফরানের অধ্যবসায়ের প্রশংসা করেছেন। ইফরানের এই সাফল্যে খুশি তার বাবা-মা, শিক্ষক ও এলাকাবাসী।

প্রতিবন্ধকতা যে মানুষের সাফল্য থামাতে পারে না, তার উজ্জ্বল উদাহরণ ইফরান। শুধু ইচ্ছাশক্তি থাকলেই সব সম্ভব—এই সত্যকে তিনি প্রমাণ করেছেন।

শিলা ইসলাম

×