
ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ই মার্চ) স্থানীয় এক কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ নারীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর থানার সভানেত্রী ও জেলা শুরা সদস্য মাজেদা মুমিন।
তিনি বলেন, রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মশুদ্ধি, ইবাদত-বন্দেগি ও ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সমাজ ও দেশকে ইসলামের আলোকে গড়ে তুলতে হলে প্রত্যেক নারীকে নৈতিকভাবে শক্তিশালী হতে হবে।
ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্যে আসমা খাতুন বলেন, নারী শিক্ষার প্রসার এবং ধর্মীয় চেতনার বিকাশ ছাড়া সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
অনুষ্ঠানে কলাগাছিয়া ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক সালেহা খাতুন দাওয়াতি কাজের গুরুত্ব এবং সমাজে নারীদের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।
বন্দর থানা কর্ম পরিষদ সদস্য ও কলাগাছিয়া ইউনিয়নের সভানেত্রী নুসরাত জাহান বলেন, জামায়াতে ইসলামী নারী সমাজকে ইসলামের আলোকে জীবন গঠনের আহ্বান জানায় এবং এ পথেই মুক্তি নিহিত।
ফাহিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলাগাছিয়া ইউনিয়নের ৩ ও ৯ নং ওয়ার্ড তদারককারী মোসাম্মৎ হাবিবা খাতুন।
অনুষ্ঠানে জামায়াতের মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রায় দেড়শতাধিক নারী অংশগ্রহণ করেন। ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইমরান