ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ভাতিজার লাঠির আঘাতে চাচা আহত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২৩:৩৩, ১৫ মার্চ ২০২৫

ভাতিজার লাঠির আঘাতে চাচা আহত

ছবি: সংগৃহীত

ভাতিজা মনির হাওলাদারের বেধড়ক পিটুনিতে রক্তাক্ত জখম হয়েছেন চাচা অটোবাইক চালক বাবুল হাওলাদার (৫৫)। তার মাথায় গুরুতর আঘাত করা হয়েছে। কলাপাড়া উপজেলার পশ্চিম টিয়াখালী গ্রামে শনিবার বিকেলে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা বাবুল হাওলাদারকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

বাবুল হাওলাদার জানান, দিনভর অটো চালিয়ে বাড়িতে গিয়ে পুকুরের মাটি কাটছিলেন। এসময় ভাতিজা মনির হাওলাদার ওই জমি তাদের দাবি করেন। মাটি কাটতে বাধা দেয়। এক পর্যায়ে তর্কে লিপ্ত হয়। উত্তেজিত হয়ে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে।

এ ব্যাপারে অভিযুক্ত মনিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা  করেও কথা বলা যায়নি। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, এ সংক্রান্ত কোন অভিযোগ এখন পর্যন্ত তার কাছে কেউ দেয়নি। দিলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

শহীদ

×