
ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর আদর্শ এতিমখানায় এক ছাত্রকে হাত-পা বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। জানা গেছে, ইফতারের বেঁচে যাওয়া দুই টুকরো কমলা খাওয়ায় শিক্ষক ইমরান হাওলাদার ওই ছাত্রের ওপর অমানবিক নির্যাতন চালান।
প্রত্যক্ষদর্শীর মতে, এতিমখানায় ইফতারের পর কিছু কমলালেবু অবশিষ্ট ছিল। রাতে সাগর হোসেন নামে এক কিশোর সেখান থেকে দুই টুকরো কমলা খায়। এ ঘটনার জেরে বুধবার ফজরের নামাজ শেষে শিক্ষক ইমরান হাওলাদার তাকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে মেহগনি গাছের ডাল ও ব্যাট দিয়ে নির্মমভাবে পেটান। স্থানীয়রা সকালে বিষয়টি জানতে পেরে আহত সাগরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষক ইমরান হাওলাদার পালিয়ে গেছেন। স্থানীয়রা ও সাগরের স্বজনরা অভিযুক্ত শিক্ষকের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল আল মামুন বলেন, "এখন পর্যন্ত আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
শিলা ইসলাম