
ছবিঃ সংগৃহীত
নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়ন থেকে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, যশোর জেলার কোতয়ালী থানার সিতারামপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে মোঃ রেজাউল করিম (৩৮) ও একই জেলার বাঘারপাড়া থানার জামদিয়া গ্রামের আনোয়ার সিকদারের ছেলে মোঃ আলী হাসান (২৬)।
শনিবার (১৫ মার্চ) বিকাল ৩ টা ১০ মিনিটের দিকে নড়াইল সদর থানার মুলিয়া ইউনিয়নের দূর্বাজুড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে এদিনই আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খানের (পিপিএম) তত্ত্বাবধানে এস আই মোঃ অহিদুল রহমান ও এ এস আই নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।
ইমরান