
ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দক্ষিণ বাঁশজানী সীমান্ত দিয়ে ভারত থেকে নিয়ে আসা দুই হাজার পিচ ইয়াবাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি সদস্যরা।
শনিবার (১৫ মার্চ) ইফতারির পূর্ব মূহুর্তে দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহলদল উক্ত মাদক বহনে মোটরসাইকেল ও ইয়াবা জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার মইদাম কলেজ পার হয়ে আনন্দ বাজার এলাকায় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করে বিজিবি। এসময় টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় বিজিবি'র ধাওয়ায় মোটরসাইকেল ও ইয়াবা ফেলে দৌড়ে পালিয়ে যায় তারা। পরে অভিযানে ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করে বিজিবি সদ্যরা দিয়াডাঙ্গা ক্যাম্পে নিয়ে যান।
এ বিষয়ে বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তদন্ত চলছে, মাদক কারবারিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইমরান