
ছবি: সংগৃহীত
বাউফলে গণপিটুনিতে নিহত ডাকাতের পরিচয় পাওয়া গেছে। তার নাম কবির(৩৫)। বাবার নাম মফিজল বেপারী, মায়ের নাম জাহানারা বেগম। ভোলা সদর উপজেলার দক্ষিণ বালিয়া গ্রামের ৫ নং ওয়ার্ডে তার বাড়ি।
পুলিশ জানায় আজ শনিবার (১৫ মার্চ) ভোর রাতে ৭-৮ জন ডাকাত বাউফলের তেঁতুলিয়া নদীর ধুলিয়া লঞ্চঘাট এলাকায় একটি তরমুজ বোঝাই ট্রলারে ডাকাতিকালে কবিরকে আটক করা হয়।
এরপর স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এরপর দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, আটকৃত ডাকাতের অবস্থা আশংকাজনক ছিল। তার জ্ঞান না থাকায় নাম পরিচয় জানা যায়নি। এরপর বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে পরিচয় নিশ্চিত হই। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে রাখা আছে। ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আসিফ