
ছবি: সংগৃহীত।
বরিশালে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুজন (৩২) নামে এক যুবককে গণধোলাই দেওয়া হয়। মুমূর্ষ অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার রাতে তিনি মৃত্যুবরন করে। মৃত সুজন নগরীর ধান গবেষণা রোড এলাকার জিয়া নগরের একটি বাসায় ভাড়া থাকতেন।
মামালা সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ দুপুরে প্রতিবেশীর চার বছরের শিশু কন্যাকে নিজ বাসায় নিয়ে সুজন জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই শিশু চিৎকার শুরু করলে সুজন তাকে বাসায় পাঠিয়ে দেয়। বাসায় ফিরে শিশু তার মায়ের কাছে বিষয়টি জানায়। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে শনিবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেন।
এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত সুজনকে গাছের সাথে বেঁধে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে লম্পট সুজন মৃত্যুবরন করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, নিহতের পরিবার থেকে অভিযোগ দিলে হত্যা মামলা হবে। নতুবা অপমৃত্যুর মামলা দায়েরের পর লাশের ময়নাতদন্ত করা হবে।
সায়মা ইসলাম