ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ 

 নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর জামালপুর 

প্রকাশিত: ২২:১৭, ১৫ মার্চ ২০২৫

জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ 

জামালপুর সদরে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে সিএনজি চালিত অটোরিকশা চালক লাল মিয়ার (৪৫) বিরুদ্ধে। গতকাল শুক্রবার (১৪ মার্চ) সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলশিপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে ওই কিশোরী জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 

শনিবার (১৫ মার্চ) দুপুরে নির্যাতনের শিকার কিশোরীর বাবা সুমন মিয়া জানান, গতকাল শুক্রবার সকালে বাড়ির পাশে তার মেয়ে খেলাধুলা করছিলো। এ সময় কৌশলে মেয়েটিকে ডেকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে একই এলাকার অটোরিকশা চালক লাল মিয়া। মুখ চেপে ধরায় চিৎকার করতে পারেনি ওই কিশোরী মেয়ে।

বিষয়টি প্রতিবেশী কয়েকজন মহিলা টের পেয়ে ঘটনাস্থল থেকে ওই প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় লাল মিয়া। বাড়িতে গিয়ে পরিবারের কাছে ঘটনাটি জানায় নির্যাতনের শিকার প্রতিবন্ধী ওই কিশোরী। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে তার পরিবার। অভিযুক্ত লাল মিয়ার বাড়ী সদর উপজেলার জামতলী এলাকায়, দীর্ঘদিন থেকে তিনি তুলশীপুর এলাকায় শশুর বাড়ীতে বসবাস করেন। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কিশোরীর পরিবার ও স্থানীয়রা।  
 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, ধর্ষণ চেষ্টার একটি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে হাসপাতালে গিয়ে কিশোরীর খোজ-খবর নেয়া হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতারে একটি টিম মাঠে কাজ করেছে।

আফরোজা

×