ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ভুরুঙ্গামারী সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

প্রকাশিত: ২১:২৩, ১৫ মার্চ ২০২৫

ভুরুঙ্গামারী সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্তে ভারত হতে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আটক করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনী (বিজিবি)। শুক্রবার গভীর রাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন পিলার  ৯৮৫/৩ এস এর নিকট থেকে এই অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল  মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমােেন্ত সকল প্রকার  চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। ইতিমধ্যে প্রতিটি বিওপির  সীমান্ত  এলাকায় টহল জোরদার করা হয়েছে।

×