
স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশনের ২০২৫ সালে প্রকাশিত সিমাগো র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এতে বাংলাদেশের সরকারি ও বেসরকারি ৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ১২তম স্থান অর্জন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সিমাগো ইনস্টিটিউশন র্যাঙ্কিংয়ের এ তথ্য নিজস্ব ওয়েবসাইটে জানানো হয়।
এই র্যাঙ্কিংয়ের তথ্যানুসারে জানা যায়, ২০০৯ সাল থেকে সিমাগো র্যাঙ্কিং প্রকাশিত হলেও এবারই প্রথম সিমাগো র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিমাগো র্যাঙ্কিংয়ে প্রথমবার স্থান পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।