ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

পর্যটকদের যাতায়াত সহজে নতুন সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:১৫, ১৫ মার্চ ২০২৫

পর্যটকদের যাতায়াত সহজে নতুন সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ

প্রবাসী ও পর্যটন অধ্যুষিত মৌলভীবাজার জেলায় পর্যটকদের যাতায়াত সহজ করতে ও যানজট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। এ জেলায় পর্যটকদের প্রবেশদ্বার হিসেবে খ্যাত শ্রীমঙ্গল শহরের যানজট নিরসন ও পর্যটকদের যাতায়াত সহজীকরণের লক্ষ্যে নতুন সংযোগ সড়ক (এন-২১৫) নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করেছেন।
জানা যায়, মন্ত্রিপরিষদ বিভাগ মাঠ প্রশাসন সংযোগ শাখা জানুয়ারি ২০২৫-এর পাক্ষিক গোপনীয় প্রতিবেদনের ভিত্তিতে গৃহীত প্রস্তাব বাস্তবায়ন বিভাগীয় কমিশনারগণের নিকট থেকে প্রাপ্ত জানুয়ারি ২০২৫-এর গোপনীয় প্রতিবেদনে মন্ত্রিপরিষদ বিভাগের এই প্রস্তাবটি প্রধান উপদেষ্টার সমীপে উপস্থাপন করা হয়। প্রস্তাবের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক বাস্তবায়ন অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানান সিনিয়র সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্যবসায়ীসহ জেলার সর্বশ্রেণি- পেশার মানুষের সঙ্গে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় জেলা প্রশাসক ইসরাইল হোসেন দীর্ঘদিনের প্রত্যাশিত এই সুসংবাদটি জানান।

×