ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

দোকানের আয় দিয়েই চলে ফেলানীর পরিবার

নাজমুল ইসলাম

প্রকাশিত: ২১:০০, ১৫ মার্চ ২০২৫

দোকানের আয় দিয়েই চলে ফেলানীর পরিবার

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ'র গুলিতে নিহত শহীদ ফেলানীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঈদুল ফেতর উপলক্ষে ফেলানীর বাবার দোকানে অর্ধ লক্ষাধিক টাকার মালামাল কিনে দিয়েছে বিজিবি।

শুক্রবার লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন নাখারগঞ্জ বাজারে উপস্থিত হয়ে ফেলানীর বাবার কাছে এসব মালামাল হস্তান্তর করেন।

তিনি বলেন, ফেলানী নিহতের প্রথম দিন থেকেই বিজিবি এই পরিবারের পাশে ছিল। একাধিকবার মামলা পরিচালনা ও ন্যায়বিচার প্রাপ্তিতে তাদেরকে সহায়তার লক্ষ্যে বিজিবির তৎকালীন সিওরা ভারতে গিয়েছেন। এছাড়া পরিবার পরিচালনা ও সন্তানদের লেখাপড়া খরচ বহনের জন্য ফেলানীর বাবাকে একটি দোকান করে দিয়েছিল বিজিবি। সেই দোকানের আয় দিয়েই চলে ফেলানীর পরিবার। 

'বিজিবি মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী ফেলানীর বাবাকে ঈদ উপলক্ষে দোকানে পুঁজি হিসেবে আমরা অর্ধলক্ষাধিক টাকার মালামাল কিনে দিয়েছি। এছাড়াও বিজিবি সবসময় ফেলানীর পরিবারের পাশে থাকবে', বলেন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম।

ফেলানীর বাবা মো. নুরুল ইসলাম বলেন, আমার মেয়েকে চোখের সামনে নির্মমভাবে হারিয়ে পরিবার নিয়ে যখন দিশেহারা ছিলাম, তখন থেকেই বিজিবি আমার পাশে ছিল। দোকান করে দেওয়া থেকে শুরু করে তারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে। আজকে আমার দোকানে নতুন করে ৫০ হাজার টাকার বেশি মালামাল কিনে দিয়েছে। এজন্য বিজিবির প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি বিগত দিনের মতো বিজিবি সবসময় আমাদের পাশে থাকবে।

এসময় বিজিবির মিডিয়া কনসালটেন্ট সাঈফ ইবনে রফিক, মিডিয়া মনিটরের প্রধান সমন্বয়ক ও ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির সভাপতি আহসান কামরুল, মিডিয়া মনিটরের সমন্বয়ক ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার নাজমুল ইসলামসহ প্রতিনিধি দল পুঁজি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরবর্তীতে সাংবাদিকরা ফেলানীর বাড়িতে গিয়ে তার বাবা-মা ও পরিবারের সাথে ইফতার করেন এবং তাদেরকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

 

রাজু

×