
ছবি: সংগৃহীত
ফরিদপুরের মধুখালীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার চেষ্টার অভিযোগে আল মামুন সোহাগ (২০) নামের এক যুবককে শনিবার (১৫ মার্চ) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে মধুখালী থানা পুলিশ।
শিশুটির পিতা মো. কামরুল শেখ বাদী হয়ে মধুখালী থানায় সোহাগের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শনিবার (১৫ মার্চ) দুপুরে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. নুরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার স্বরূপপুর গ্রামে সাত বছরের শিশুটি বাড়ির পাশে খেলছিল। তখন প্রতিবেশী আল মামুন সোহাগ তাকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে এসে তাকে রক্ষা করে এবং অভিযুক্তকে আটক করে। পরে সন্ধ্যার দিকে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
ফরিদপুর ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও মুক্তা আক্তার জানান, অভিযুক্ত আল মামুন সোহাগের জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এম.কে.