
ভিটামিন-এ ক্যাম্পেইন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার সব ইউনিয়নে একযোগে ভিটামিন-এ ক্যাম্পেইনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে দুপুর ৫টা পর্যন্ত এই কর্মসূচির আওতায় পাঁচ বছর বয়স পর্যন্ত ৯৯%এবং ছয় মাস থেকে ১১ মাস বয়সী ৯৮% শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো সম্ভব হ'য়ে এ তথ্য মুঠোফোনে জানিয়েছেন সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালক ডাঃ মোহাম্মদ মেজবাহ উদ্দিন, সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, শিশুদের অপুষ্টি দূর করে তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ক্যাম্পেইন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি প্রত্যেকটি ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র ও বিশেষ ক্যাম্প স্থাপন করে শিশুদের মধ্যে ভিটামিন-এ ক্যাপসুল বিতরণ করা হয়। স্থানীয় অভিভাবকরা সন্তানের সুস্থতা নিশ্চিত করতে এই কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভিটামিন-এ ক্যাম্পেইন সফলভাবে শেষ হলেও ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
শহীদ