
গাজীপুরে এক ব্যবসায়ীর বেকারি পণ্য তৈরির কারখানা দখল করে নিয়ে তাকে মামলা দিয়ে হয়রানির করছে একটি প্রতারক চক্র। প্রতারণার শিকার ওই ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে এখন পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। অসহায় ওই ব্যবসায়ী ন্যায়বিচারের আশায় এখন বিভিন্ন মহলে ধর্ণা দিয়ে বেড়াচ্ছেন।
শনিবার (১৫ মার্চ) দুপুরে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন ব্যবসায়ী শাহজালাল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহজালাল অভিযোগ করেন, গত ২০২২ সালের এপ্রিল মাসে ঢাকার উত্তরা ধরিপাড়া এলাকায় সেভেন ডেইজ নামক একটি বেকারি ওই এলাকার জাকারিয়া আলম ওরফে মামুনের কাছ থেকে ভাড়া নেন শাহজালাল। পাঁচ বছরের চুক্তিতে ওই সময় সেভেন ডেইজ নামক ব্র্যান্ডের জন্য মাসিক ৩৫ হাজার টাকা ও বাড়ি ভাড়ার জন্য মাসিক ৩৫ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন। অগ্রিম জামানত বাবদও চার লাখ টাকা প্রদান করেন তিনি। এরপর তিনি প্রায় ২৫ লাখ টাকা বিনিয়োগ করে এবং মেশিনারিজ ও আসবাবপত্র কিনে উৎপাদন কার্যক্রম শুরু করেন। কিন্তু বছর খানেক পর জমির মালিক জমি বিক্রি করে দিলে কারখানাটি বন্ধ হয়ে যায়। পরে তিনি উত্তরা থেকে গাজীপুর মহানগরের ভূরুলিয়ার মাঝিরখলায় এসে ভাই ভাই নামে একটি বেকারি (কারখানা) ভাড়া নিয়ে সেভেন ডেইজ ব্র্যান্ডেই উৎপাদন শুরু করেন। কিন্তু জাকারিয়া এতে বাঁধ সাধে ও তার নামে (জাকারিয়া ) চুক্তিপত্র করতে বাধ্য করে। এসময় শাহজালালকে ব্রান্ড ব্যবহার করার একটি চুক্তিপত্র করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু তা না দিয়ে গত বছরের ২৮ জানুয়ারি শাহজালাল ব্যক্তিগত কাজে গ্রামের বাড়ি চাঁদপুরে গেলে জাকারিয়া ও তার ভগ্নিপতি মোশারফ হোসেন দলবল নিয়ে কারখানাটি দখল করে নেয় । শাহজালালের নামে জাকারিয়া বিভিন্ন থানায় মামলা দিয়ে হয়রানি ও নানা হুমকি দিতে থাকে।
তিনি প্রতারণার শিকার হয়েছেন দাবি করে সংবাদ সম্মেলনে শাহজালাল আরও বলেন, প্রতিকার চেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় এবং জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন স্থানে অভিযোগ দাখিল করি। সেসব দপ্তর থেকে জাকারিয়াকে হাজির হওয়ার নির্দেশ দিলেও তিনি সাড়া দেন নি। এ বিষয়ে বিচারবিভাগীয় তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে শাস্তির দাবি করেন তিনি।
এ ব্যাপারে সংবাদ সম্মেলন থেকে অভিযুক্ত জাকারিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে পরবর্তীতে আর মোবাইল ফোন রিসিভ করেননি।
সজিব