
বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজীকে হত্যার প্রতিবাদে ও খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫মার্চ) দুপুর ১২ টায় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা স্কুলের সামনে থেকে ঘুরে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বাগেরহাটে জেলার চিতলমারি উপজেলার জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজীর ওপর হামলা চালিয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা নিজাম কাজীর ওপর হামলা চালিয়ে তাকে নৃশংস ভাবে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে আরো জোরালো কমসূচি দেওয়ার ঘোষনা দেন তারা।
বিক্ষোভ মিছিলে রাজবাড়ী জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক খন্দকার মাহফুজুর রহমান, সদস্য সচিব আনিছুর রহমান মাসুদ বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিলে জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
রাজু