ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

টিকটকে ধর্মীয় উস্কানি: রাজমিস্ত্রি গ্রেপ্তার, মামলা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোণা

প্রকাশিত: ১৮:৪৭, ১৫ মার্চ ২০২৫

টিকটকে ধর্মীয় উস্কানি: রাজমিস্ত্রি গ্রেপ্তার, মামলা

ছবি: দৈনিক জনকণ্ঠ

টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দুদের দেবদেবীর মূর্তি ভাঙার ভিডিও আপলোড করে বিদ্বেষ ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং উস্কানি সৃষ্টির পাঁয়তারার অভিযোগে জোবায়েদ ইসলাম (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নেত্রকোনার ডিবি (পশ্চিম) পুলিশ। শনিবার ভোর পাঁচটার দিকে বারহাট্টা থানার ধারাম পশ্চিমপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জোবায়েদ ওই গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি। জেলা ডিবি (পশ্চিম) পুলিশের ওসি আরমান আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, জোবায়েদ ইসলাম ফেসবুকে ‘আয়নার ভালোবাসা’ ও ‘মোঃ জোবায়েদ’ নামে দুটি পৃথক আইডি এবং ‘আসেন বিনোদন নেই’ নামে এক পেইজ পরিচালনা করেন। এছাড়া টিকটকেও তার একটি আলাদা আইডি আছে। এসব মাধ্যমে, বিশেষ করে টিকটকের আইডিতে সে বিভিন্ন সময়ে হিন্দু দেবদেবীদের মূর্তি ভাঙার ভিডিও আপলোড করে ধর্মীয় বিদ্বেষ ও উস্কানি ছড়ানো এবং অনুভূতিতে আঘাত হানার পাঁয়তারা করে। বিষয়টি নজরে আসার পর ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়।

ডিবির (পশ্চিম) ওসি আরমান আলী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি জোবায়েদের মোবাইল ফোনের গ্যালারিতেও মূর্তি ভাঙার ভিডিওগুলো পাওয়া গেছে। এছাড়া মূর্তি ভাঙায় তার সম্পৃক্ততারও প্রমাণ মিলেছে। এ ব্যাপারে ডিবির এসআই ইকবাল হোসেইন বাদী হয়ে বারহাট্টা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

শিহাব

×