ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

মাদারীপুরে জনতার তোপের মুখে টিসিবি‘র ট্যাগ অফিসার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর 

প্রকাশিত: ১৮:৪২, ১৫ মার্চ ২০২৫

মাদারীপুরে জনতার তোপের মুখে টিসিবি‘র ট্যাগ অফিসার

তোপের মুখে টিসিবির ট্যাগ কর্মকর্তা

মাদারীপুরে টিসিবি পণ্য বিক্রয়ের তদারকিতে থাকা ট্যাগ কর্মকর্তা দেরিতে স্পটে আসায় জনতার তোপের মুখে পড়েন। ডিলার তার পণ্যবাহী ট্রাক নিয়ে যথাসময় স্পটে আসলেও ট্যাগ অফিসার না আসায় ডিলার পণ্য বিক্রি শুরু করতে অস্বীকৃতি জানান।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শতশত বৃদ্ধ নারী-পুরুষ প্রচণ্ড গরম ও পবিত্র রোজায় ক্লান্ত হয়ে স্পটেই বসে পড়েন। এক পর্যায়ে তারা চেঁচামেচি শুরু করেন। বিষয়টি ডিলার বারেক চৌকিদার সদর উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি বিষয়টা দেখছেন বলে জানান।

ডিলার একাধিকবার মোবাইল করার পরে ট্যাগ অফিসার মো: সাজ্জাদ হোসেন বেলা সাড়ে ১২টার দিকে ইটেরপুল এলাকায় এ.আর হাওলাদার জুট মিল গেটের বিক্রয় স্পটে আসেন। এ সময় তিনি অপেক্ষমান জনতার তোপের মুখে পড়েন। পণ্য ক্রয় করতে আসা লোকজন তাকে গালিগালাজ করে। পরে বেলা ১টার দিকে স্থানীয় জনগণ, ডিলার ও ট্যাগ অফিসার তাদের শান্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এসময় ট্যাগ অফিসারের নির্দেশে ডিলার মাল বিক্রি শুরু করেন। 

শহরের ইটেরপুল এলাকার দেলোয়ার হোসেন বলেন, ‘আমি অনেকক্ষণ ধরে বিষয়টি দেখছিলাম। হৈচৈ শুনে এগিয়ে গেলে কয়েকজন ভূক্তভোগি জানান, ট্যাগ অফিসার আসে নাই বলে ডিলার আমাদের মাল দেয় না। এসময় উত্তেজিত জনগণ ট্যাগ অফিসারকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। তখন আমি ডিলারের কাছ থেকে মোবাইল নম্বর নিয়ে ট্যাগ অফিসারের সাথে কথা বললে তিনি বলেন, “আজ শনিবার সরকারি ছুটি, তাই আমি আজ আসতে পারবো না। আপনারা ইউএনওকে জানিয়ে ব্যবস্থা করুন।’
 
এ বিষয়ে ট্যাগ অফিসার মো: সাজ্জাদ হোসেন বলেন, “আমি ডিলারকে প্রথমে প্যাকেট করার কথা বলি এবং আমি কিছু সময়ের মধ্যে আসবো। আপনি মাল দেওয়া শুরু করেন। ডিলার আমাকে বলে আপনাকে আসতেই হবে এবং ডিলার আমার সাথে নোংড়া ভাষায় কথা বলে। তখন আমি টিসিবি কর্মকর্তাকে বিষয়টি জানাই। তা ছাড়া আমার কাজ তো শুধু মনিটরিং করা। আমি সকাল থেকে সন্ধা পর্যন্ত স্পটে থাকলে অফিস করবো কখন?’ এদিকে নিয়ম আছে ট্যাগ অফিসার শুরু থেকে শেষ পর্যন্ত স্পটে থাকবে। 

এ ব্যাপারে টিসিবির উপ-পরিচালক কামাল হোসেন সাংবাদিকদের বলেন, “আমি ট্যাগ অফিসারকে ট্রাক যাওয়ার পরপরই জানিয়েছি, ট্যাগ অফিসার বলেছেন, ‘ডিলারের ব্যবহার ভালো না, আমি তার বিষয়ে অভিযোগ দেবো।’ আপনারা (সাংবাদিক) ট্যাগ অফিসারের সাথে কথা বলেন। আমিও টিসিবির একজন কর্মচারী পাঠাচ্ছি।” 
ডিলার অভিযোগ অস্বীকার করে বলেন, “ট্যাগ অফিসারের সাথে তো আমার কোন শত্র“তা নেই, আমি স্যারের সাথে যখন কথা বলি তখন উত্তেজিত জনগণ তাকে গালাগালি করেছে। আমি তো তাকে মাল না দেখিয়ে বিক্রি শুরু করতে পারি না।’

শহীদ

×