ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

উধাও লাখ টাকার মালামাল

সিসিটিভিতে ধরা পড়ল বাউফলের মোবাইল শপে চাঞ্চল্যকর ডাকাতি

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১৮:৩০, ১৫ মার্চ ২০২৫

সিসিটিভিতে ধরা পড়ল বাউফলের মোবাইল শপে চাঞ্চল্যকর ডাকাতি

সিসি ক্যামেরায় ধারণকৃত ডাকাতির দৃশ্য

বাউফলের কালিশুরি বন্দরে তালুকদার মোবাইল শপে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 

আজ শনিবার (১৫ মার্চ) ভোর রাতে ডাকাতরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মোবাইল ফোন, নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। 

দোকানের মালিক এনায়েত তালুকদার জানান, তিনি শুক্রবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান। শনিবার সকাল ৯টার দিকে দোকানে এসে দেখেন, শার্টারে তালা নেই। এসময় তিনি দোকানের ভিতরে ঢুকে দেখেন শেলফ এবং ক্যাশবাক্স সম্পূর্ণ খালি।

তিনি আরও জানান, ডাকাতরা ১২৮টির বেশি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, সার্ভিসিংয়ের জন্য আসা ১০টি মোবাইল ফোন ও তিন দিনের বিক্রির নগদ ২ লাখ ৭১ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। 

এ ঘটনায় তিনি বাউফল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে, ফুটেজ দেখে অপরাধীদের সনাক্ত করা হবে।

 

রাজু

×