ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

স্বপ্নে আদেশ পেয়ে আট মাস পর কবর থেকে পিতার লাশ উত্তোলন করলেন পুত্র 

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর 

প্রকাশিত: ১৭:২৭, ১৫ মার্চ ২০২৫

স্বপ্নে আদেশ পেয়ে আট মাস পর কবর থেকে পিতার লাশ উত্তোলন করলেন পুত্র 

ছবি: দৈনিক জনকণ্ঠ

স্বপ্নে আদেশ পেয়ে মাদারীপুরের কালকিনিতে মো. সোহরাব শেখ নামে এক কবরবাসী পিতার লাশ উত্তোলন করেছেন তার ছেলে। তবে দাফনের ৮ মাস পার হলেও অক্ষত অবস্থায় ওই মৃত ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়। এদিকে এই ঘটনা জানাজানি হলে পুরো উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরদ্দিরচর গ্রামে এ ঘটনা ঘটে।


নিহতের ছেলে রুবেল শেখ বলেন, আমি স্বপ্নে দেখতে পাই  আমার পিতা মৃত্যু সোহরাব শেখ কবরে জীবিত আছেন তিনি মারা যায়নি। কবরে এখনও জীবিত রয়েছেন তাই আমি তার লাশ কবর থেকে উত্তোলন করেছি। এদিকে এলাকাবাসী জানান সোহরাব শেখ বিগত আট মাস আগে মারা গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কিন্তু সপ্নে দেখার পরিপেক্ষিতে গভীর রাতে রুবেল একা পারিবারিক কবরস্থান থেকে তার পিতার লাশ উত্তোলন করে প্রথমে নীজ ঘরের বারান্দায় দাফন করেন। পরে সকালে ওই পিতার লাশ আজ শনিবার সকালে পুনরায় ঘরের বারান্দা থেকে উত্তোলন করে বাড়ির পাশের একটি জায়গায় তার লাশ দাফন করা হয়। অপরদিকে এ খবর এলাকায় ছড়িয়ে পরলে বাড়িতে আসতে শুরু করেন এলাকার লোকজন।


স্থানীয় বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আমরা ঘটনা জানতে পেরে স্বচক্ষে রুবেলদের বাড়িতে আসলাম। তবে কি কারনে রুবেল তার বাবার লাশ কবর থেকে উত্তোলন করে নিজ ঘরে দাফন করছে তা আমরা বলতে পারব না। তবে শুনছি স্বপ্নের নির্দেশনা পেয়ে সে তার বাবার লাশ কবর থেকে উত্তোলন করেছে। 


এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা বলেন, আমরা জানতে পেরেছি নিহত এক ব্যক্তির লাশ কবর থেকে তার ছেলে উত্তোলন করে পুনরায় দাফন করেছেন।

শিহাব

×