
ছবি:সংগৃহীত
সাভারে মনসুর আলম নামে এক দুবাই প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে পৌর এলাকার নামা গেন্ডা মহল্লা থেকে অপহৃত ওই ব্যাক্তিকে উদ্ধার ও তিন জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মারফ হোসেন (৩৪) আরিফ হোসেন (২৮) ও লাভলী আক্তার (২৯)।
অপহৃত মনসুর আলম চট্টগ্রামের বাঁশখালী থানার ছেছুরিয়া গ্রামের নুরুস সাফার ছেলে।
পুলিশ জানায়, একই কফিলের অধীনে কাজ করার সুবাদে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে প্রবাসী মনসুর আলমের সঙ্গে পরিচয় হয় লাভলী আক্তারের।
গত ৯ মাস আগে লাভলী তার কাছ থেকে ৬৫ হাজার টাকা ধার নিয়ে দেশে ফিরে আসেন। গত ২৬ জানুয়ারি মনসুর দেশে ফিরলে লাভলী আক্তারের কাছে তার পাওনা টাকার জন্য যোগাযোগ করেন। গত ১২ মার্চ পাওনা টাকা নেওয়ার জন্য সাভারের ব্যাংক টাউন এলাকায় আসেন মনসুর। এসময় তাকে জোরপূর্বক নামা গেন্ডা মহল্লার একটি বাড়িতে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে নিয়ে যাওয়ার পর মনসুরে সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় ও নির্যাতন করা হয়। পরে অপহরণকারীরা মনসুরের পরিবারের কাছে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, এঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃত ব্যাক্তিকে উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
আঁখি