ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

কমলনগরে ৩৬ হাজার শিশুকে ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

মো. ফয়েজ, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩২, ১৫ মার্চ ২০২৫; আপডেট: ১৫:৪৭, ১৫ মার্চ ২০২৫

কমলনগরে ৩৬ হাজার শিশুকে ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে ৩৬ হাজার ১ শ২১ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শনিবার সারাদেশের ন্যায় জাতীয় ভিটামিন প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্যসাচী নাথ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার অফিস সূত্রে জানা যায়, শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর হার কমাতে থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

কমলনগর উপজেলায় মোট ২১৭ টি স্পটে ১ থেকে ৫ বছর বয়সী ৩৬ হাজার ১ শত ২১ শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো শুরু করেছেন তারা।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান বলেন, প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রচার করা হয়েছে। যাতে করে কোনো শিশু ভিটামিন-এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে।

মায়মুনা

×