
বাউফলে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার ভোর ৫টার দিকে কালাইয়া ইউনিয়নের ডালিমা ব্রিজ সংলগ্ন গুচ্ছগ্রাম থেকে জাহিদুল ইসলাম (২২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে সেহরি খেয়ে নামাজ আদায় করেন জাহিদুল। সকাল ৭টার দিকে পরিবারের লোকজন ঘরের পেছনে কাঁঠাল গাছের সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় তার লাশ দেখে ডাক চিৎকার করেন।
এরপর লোকজন এগিয়ে আসলে জাহিদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেন জাহিদুল। তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।এ ঘটনায় একটি মামলা হয়েছে।
সাজিদ