ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

কেশবপুরে খ্রিস্টান মিশন থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার 

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, যশোর

প্রকাশিত: ১২:৪৯, ১৫ মার্চ ২০২৫

কেশবপুরে খ্রিস্টান মিশন থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার 

ছবি:নিজস্ব সংবাদদাতা

কেশবপুর পৌর শহরের সাহাপাড়ার খ্রিস্টান আউট রিসোর্ট সেন্টার ফাউন্ডেশন অফ বাংলাদেশ মিশন থেকে রাজেরঙ ত্রিপুরা (১৫) নামের এক ৯ম শ্রেণির শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

 

শুক্রবার রাতে খ্রিস্টান মিশনের ভেতরে ওই শিক্ষার্থীর শয়নকক্ষের জানালার গ্রিলে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত লাশ পাওয়া যায়। মিশন কর্তৃপক্ষ জানিয়েছেন পারিবারিক কলহে গলায় উড়লা পেচিয়ে সে আত্মহত্যা করেছে।

 

 

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নং ১২ দায়ের করা হয়েছে।
মিশনের স্টাফ যোহান সিংহ জানান, বান্দরবন জেলার থানচি থানার কালুপাড়া গ্রামের রমেশ ত্রিপুরার মেয়ে রাজেরুম ত্রিপুরা কেশবপুর খ্রিস্টান মিশনে থেকে ৯ম শ্রেণিতে লেখাপড়া করে।

 

 

শুক্রবার রাতে ক্লাসে না আসায় আমরা তার শয়নকক্ষে গিয়ে জানালার সাথে ঝুলতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মিশনে থাকতে না চাইলেও পিতামাতা জোর করে থাকতে বাধ্য করায় সে আত্নহত্যা করেছে বলে জানান যোহান সিংহ।

 


কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে আমরা ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। থানায় অপমৃত মামলা হয়েছে।
 

আঁখি

×