ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ, নির্যাতিত নারী ঢাকা মেডিকেলে ভর্তি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৫, ১৫ মার্চ ২০২৫

যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ, নির্যাতিত নারী ঢাকা মেডিকেলে ভর্তি

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যৌতুকের জন্য নাদিয়া নামের এক মহিলার ওপর হামলার অভিযোগ উঠেছে। নাদিয়া বর্তমানে ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে নাদিয়ার স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে।

গলায় কাটা দাগ নিয়ে ঢাকা মেডিকেলে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি নাদিয়া পাশ্ববর্তী সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের ছাদু মিয়ার মেয়ে।

আহত নাদিয়ার চাচা শেখ মোহাম্মদ মুন্না জানান, "আমার ভাতিজি নাদিয়ার সঙ্গে ২০২৪ সালের সেপ্টেম্বরে বিদেশফেরত স্বামী বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. দুলাল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুলাল মিয়া দেশে এসে কোনো কাজকর্ম না করে বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য নাদিয়াকে নিয়মিত নির্যাতন করত। শুক্রবার সন্ধ্যায় যৌতুক না আনায় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়, এতে সে গুরুতর আহত হয়। এখন নাদিয়া ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছে। আমি নাদিয়ার স্বামীসহ নির্যাতনের সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"

অভিযুক্ত মো. দুলাল মিয়া ও তার পরিবারের সদস্যদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রওশন আলী জানান, "আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি এবং খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। ভুক্তভোগী অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আশিক

×