ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

শিবচরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫

নিজস্ব সংবাদদাতা,শিবচর,মাদারীপুর

প্রকাশিত: ১২:১৩, ১৫ মার্চ ২০২৫

শিবচরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫

ভিটামিন ‘এ’ খাওয়ান-শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫।

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফাতিমা মাহ্জাবীন।

৬-১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল যার মাএা ( এক লক্ষ আই.ইউ) ও যাদের বয়স ১২-৫৯ মাস তাদেরকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল যার মাএা ( দুই লক্ষ আই.ইউ) খাওয়াতে হবে। ক্যাম্পেইনটি সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে।এছাড়াও শিবচর উপজেলার ১৮ টি ইউনিয়নে ৪৩২ টি, শিবচর পৌরসভায় ৩২ টি ও স্থায়ী ক্যাম্প উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ৪৬৫ টি ক্যাম্প করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফাতিমা মাহ্জাবীন বলেন,‘ভিটামিন এ এর অভাবে শিশুদের রাতকানা রোগ হতে পারে।তাই এই ক্যাপসুলটি ৬-১১ মাস ও ১২-৫৯ মাস শিশুদের খাওয়ানো খুবই জরুরি।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ শিবচর উপজেলায় আরও ৪৬৫ টি ক্যাম্পে দিনব্যাপী এই কার্যক্রম চলবে।

ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা.মো.ইব্রাহিম হোসেন,মেডিসিন কনসালটেন্ট ডা.চৌধুরী ফয়সাল মো.মঞ্জুরুল রহিম,উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো.সাইদুর রহমান,মেহেদী হাসানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা,নার্স ও কর্মচারীগণ।

কানন

×