ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

সিরাজগঞ্জে ২৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা,সিরাজগঞ্জ

প্রকাশিত: ১২:০৪, ১৫ মার্চ ২০২৫

সিরাজগঞ্জে ২৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 অভিনব কায়দায় লাগেজের ভিতর মাদকদ্রব্য পরিবহনকালে ২৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব ১২। শনিবার সকালে র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার উসমান গণি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- যমুনা সেতুর পশ্চিম থানার সিরাজগঞ্জ কড্ডার মোড়ে  মাদক বিরোধীঅভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে মৌলভীবাজার জেলার উত্তর বহুলাচরা গ্রামের মোঃ বিল্লাল মিয়া (২৯), এবং হবিগঞ্জ জেলার বরুড়া গ্রামের মোঃ আজহারুল ইসলাম নয়ন (২২) 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

কানন

×