ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

সীমান্তে বিজিবি দেখে ভারী অস্ত্র ও গোলাবারুদ রেখে ভারতে ফিরে গেল দুর্বৃত্তরা

মিজানুর, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

প্রকাশিত: ১২:০৩, ১৫ মার্চ ২০২৫; আপডেট: ১২:০৪, ১৫ মার্চ ২০২৫

সীমান্তে বিজিবি দেখে ভারী অস্ত্র ও গোলাবারুদ রেখে ভারতে ফিরে গেল দুর্বৃত্তরা

ছবি:মিজানুর

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাংগা বিওপি'র গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার হওয়া পাঁচটি এনএক্স গান, একটি পিষ্টন এ্যাসেম্বলি ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। 

 


গোপন তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহল দলের অভিযানে ভারত হতে বাংলাদেশে পাচার হওয়া উক্ত ভারী অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে বিজিবি সদস্যরা। 
শনিবার (১৫ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে (২২ বিজিবি)'র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক এ তথ্য নিশ্চিত করেন। 

 

 

জানাজায়, শুক্রবার (১৪ মার্চ) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ২২ বিজিবি'র অধীনস্থ পাথরডুবি-দিয়াডাংগা বিওপি'র মেইন পিলার-৯৮৫/৩-এস এর আশেপাশে বিজিবি'র ১৯ সদস্যের একটি বিশেষ টহল দল অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় অভিযানে অংশ নেয়। পরে রাত ১২ টার দিকে কিছু ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তাদের আচরণবিধি সন্দেহ হওয়ায় টহলদল উক্ত ব্যক্তিদেরকে আটকের নিমিত্তে ধাওয়া করে। তখন সাথে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা।

 

 

এরপর বিজিবি'র টহলদল উক্ত স্থানে তল্লাশী অভিযান পরিচালনা করে  ৫টি ভারতীয় NX-200 ATHENA গান, ১টি ভারতীয় পিষ্টন এ্যাসেম্বলি, ৩৩,১০০ পিস ভারতীয় সিসা গুলি, এবং ১টি হিরো ইগনেটর মোটরসাইকেল (১২৫ সিসি) আটক করতে সক্ষম হয়। 
এবিষয়ে ২২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক অস্ত্র ও গোলাবারুদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে সকল প্রকার চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। ইতিমধ্যে প্রতিটি বিওপির  সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। 

আঁখি

×