ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

দুর্ধর্ষ জুয়াড়ি আজগর হেরোইনসহ গ্রেপ্তার

শহিদুল ইসলাম, রাজবাড়ী

প্রকাশিত: ০১:২৬, ১৫ মার্চ ২০২৫; আপডেট: ০১:৩৮, ১৫ মার্চ ২০২৫

দুর্ধর্ষ জুয়াড়ি আজগর হেরোইনসহ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরিতে সক্রিয় জুয়াড়ি চক্রের অন্যতম হোতা মো. আজগর শেখ (৪০) কে ৭৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আজগর শেখ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোহরাব মণ্ডল পাড়ার মৃত কুটি শেখের ছেলে।

শুক্রবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. ফরিদ মিয়া সংগীয় ফোর্সসহ যৌনপল্লীর লতিফের বাড়ির সামনের গলি থেকে আজগরকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে ৭৫ পুরিয়া হেরোইন পাওয়া যায়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তার আজগর শেখের বিরুদ্ধে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি-সহ ৭টি মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আজগর শেখের গ্রেপ্তারে এলাকাবাসী সস্থি প্রকাশ করেছে। তাদের দাবি, ফেরিতে জুয়াড়ি চক্রের অন্যতম হোতা আজগর। এছাড়াও ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে সে জড়িত। সামনে ঈদ উপলক্ষে তার গ্রেপ্তারে এলাকায় অপরাধ প্রবণতা কিছুটা কমবে বলে মনে করছেন স্থানীয়রা। 

আসিফ

×