
মাগুরার ৮ বছরের শিশু আছিয়ার ধর্ষণকারী খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে জেলার বাহুবলের মিরপুরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) রাত ১০ টায় মিরপুরের ছাত্র-জনতা উদ্যোগে এই মশাল মিছিল বের হয়। মিছিলে আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই। আছিয়ার রক্ত বৃথা যেতে দিব না। ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাইসহ বিভিন্ন স্লোগান দিয়ে ধর্ষকের শাস্তি চাওয়া হয়েছে। মিছিল শেষে মিরপুর চৌমুহনীতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে পথসভায় বক্তব্য রাখেন- ছাত্রনেতা তোফায়েল আহমেদ, হাফিজুর রহমান শাওন, ফয়সল আহমেদ, খালিদ মোশাররফ, সুজন আহমেদ, ফয়সল মিয়া, শাকিব আহমেদ, কাওছার আহমেদ, নয়ন মিয়া, নাঈম আহমেদ, ওয়ালিদ মিয়া, তারেক মিয়া, ব্যাবসায়ী সাইফুল ইসলাম সবুজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় জনতা।
সভায় বক্তারা বলেন- বাংলাদেশে আর একটা ধর্ষণের ঘটনা দেখতে চাই না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড অবিলম্বে কার্যকর করা হোক।
রাজু