ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

১১৭ বছর বয়সেও ইমামতি করছেন মসজিদে, ইসলামের সেবা করতে চান শেষ নিঃশ্বাস পর্যন্ত

জিয়াউল হক, বাকেরগঞ্জ, বরিশাল।

প্রকাশিত: ২৩:৩১, ১৪ মার্চ ২০২৫; আপডেট: ২৩:৩১, ১৪ মার্চ ২০২৫

১১৭ বছর বয়সেও ইমামতি করছেন মসজিদে, ইসলামের সেবা করতে চান শেষ নিঃশ্বাস পর্যন্ত

বয়সের ভারে দেহ কিছুটা নুয়ে পড়লেও লাঠি ছাড়াই দিব্যি হাঁটাচলা করছেন। চোখে চশমা ছাড়াই সবকিছু দেখতে পাচ্ছেন স্পষ্ট। ১১৭ বছর বয়সেও রাখছেন রোজা। খাওয়া-দাওয়ায় চলাফেরায় নেই কোন সমস্যা। প্রতিদিন পায়ে হেঁটে মসজিদের ইমামতি করে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। এভাবেই প্রায় ৮০ বছর ধরে নিজ এলাকায় বিভিন্ন মসজিদে ইমামতি করে আসছেন।

১১৭ বছর বয়সেও নিজের ফসলি জমিতে নিজেই আবাদ করে পরিচর্যা করেন এখনো। বলছিলাম বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দিয়াতলি গ্রামের কারী আব্দুল মজিদ মোল্লার কথা। তিনি বাংলা সনের ১৩১৪ সনে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে কুমিল্লা হজরত ইব্রাহিম কারী মাদ্রাসা থেকে করী পাশ করেন। লেখাপড়া শেষ করে নিজ গ্রামে মসজিদের ইমামতির পাশাপাশি নিজেই প্রতিষ্ঠা করেছেন একটি মসজিদ। রমজান মাসে কোন অর্থ ছাড়াই নিজ এলাকার বাড়িতে বাড়িতে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে ব্যস্ত সময় পার করেন।

১১৭ বছর বয়সেও ইসলামের আলো ছড়াচ্ছেন এই মসজিদ ইমাম আব্দুল মজিদ মোল্লা। যুগের পর যুগ ধরে গ্রামে ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দেন এই মসজিদ ইমাম। আর যে কারণে তার সুনাম ছড়িয়ে পড়েছে তার নিজ এলাকায়। পরিবারের সদস্যদের নিয়ে স্বাচ্ছন্দে জীবন যাপন করছেন ৬ সন্তানের জনক আব্দুল মজিদ কারী। জীবন নিয়ে তার কোন দুঃখ নেই। এভাবেই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের সেবক হিসেবে থাকতে চান তিনি। 
 

রিফাত

×