ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

কেরানীগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধ করে দিল ভ্রাম্যমান আদালত

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৭, ১৪ মার্চ ২০২৫

কেরানীগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধ করে দিল ভ্রাম্যমান আদালত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কোন্ডা ইউনিয়নের মৌসুমি ব্রিকস অভিযান চালানো হয়। এসময় চুল্লি ভেঙে ফেলে ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়। অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া।

আজ ( ১৪ মার্চ ) শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের জাজিরা এলাকায় ভ্রাম্যমান আদালতের এই অভিযান চালানো হয়। এ সময় মৌসুমি ব্রিকস নামে একটি ইট ভাটার উপযুক্ত ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইটভাটাটি অবৈধ হিসেবে গণ্য হওয়ায় তাৎক্ষণিকভাবে ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়। এই ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতায় ছিলেন থানা পুলিশ, পল্লী বিদ্যুৎ সমিতি-৪ ও ফায়ার সার্ভিসের সদস্য বৃন্দ।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, হাইকোর্টের রিটপিটিশন ও ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে দক্ষিণ কেরানীগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হচ্ছে। যেসব ইটভাটায় প্রয়োজনীয় কাগজপত্র থাকবে না সেই সকল ইট ভাটা অবৈধ বলে গণ্য করা হবে। অবৈধ কোনো ইটভাটা কোরানীগঞ্জে চালাতে পারবে না। অবৈধ ইটভাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

রাজু

×