ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

রাজধানীর ডেমরায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা

প্রকাশিত: ২৩:১৪, ১৪ মার্চ ২০২৫

রাজধানীর ডেমরায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

রাজধানীর ডেমরায় একদল চিহ্নিত দুর্বৃত্ত মো. হাবিবুর রহমান মোল্লা (৩৪) নামে এক সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যার পর ডেমরা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। হাবিবুর সাবেক ডেমরা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন এবং বর্তমানে স্থানীয় যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী। তার পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বাবা মঞ্জুর আলী জানান, ইফতার পার্টি শেষে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা দুর্বৃত্তরা হাবিবুরের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে ছাত্রলীগ নামধারী কিশোর গ্যাং সদস্য জমজ ভাই শান্ত ও প্রান্ত এবং তাদের সহযোগী মারুফ, ইমনসহ ১০-১২ জন ছিল। তারা হাবিবুরের মাথায় কাঁচি ও চাপাতি দিয়ে কোপায়। তিনি চাপাতির কোপ থেকে কিছুটা রক্ষা পেলেও কাঁচির আঘাতে মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়। একই সময় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়, ফলে তার কপাল ও চোখের ভ্রুসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

হামলার সময় হাবিবুরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার মাথায় কয়েকটি সেলাই দিতে হয়েছে।

ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, দুর্বৃত্তরা সাবেক ছাত্রদল নেতা হাবিবুরকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে ও হাসপাতালে পৃথকভাবে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

 

রাজু

×