
বরিশাল জেলার বাকেরগঞ্জে ঢাকা - বরিশাল মহাসড়কের হেলিপ্যাড নামক স্থানে মুন পরিবহনের ধাক্কায় হাফ লরি চালক দেলোয়ার বিশ্বাস নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
১৪ মার্চ (শুক্রবার) সকাল ১০ টায় এই দুর্ঘটনা ঘটে। মুন পরিবহন ও হাফ লরি পটুয়াখালীর দিক থেকে এসে বাকেরগঞ্জর হেলিপ্যাড নামক স্থানে আসলে পরিবহনটি দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে পিছন থেকে লরি গাড়িটিকে ধাক্কা দেয়। এ সময় লরি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়। লরি গাড়িটি দুমড়ে মুছরে সড়কের পাশে পড়ে গেলে লরি চালক দেলোয়ার বিশ্বাস ও তার ছোট ভাই জসিম গুরুতর আহত হয়। এ সময় মুন নামের পরিবহনটি পালিয়ে যায়।
এ সময় অটো রিক্সায় থাকা দুই যাত্রী তানিয়া ও ইউসুফ গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। গুরুতর আহত লরি চালক দেলোয়ার বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনার বিষয় বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি প্রথমে এড়িয়ে যান। ঘাতক পরিবহনটি পালিয়ে গেছে বলে তিনি জানান। দুর্ঘটনার স্বীকার লরি গাড়িটি কোথায় আছে জানতে চাইলে তিনি বলেন, লরি গাড়িটি দুর্ঘটনা স্থানের আশেপাশে এক জায়গায় রাখা হয়েছে। কিন্তু দুর্ঘটনার কবলে পড়া লরি গাড়িটি কোথাও খুঁজে পাওয়া যায়নি। লরি গাড়ি নিখোঁজ হওয়ার ঘটনাটি রহস্যময় বলে মনে করছেন স্থানীয়রা। গাড়িটি কেন থানায় নেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে ওসি কোন সৎ উত্তর দিতে পারেননি।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম আরো বলেন, সড়ক দুর্ঘটনার বিষয় একটি মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশ কেন ময়নাতদন্ত করা হয়নি এমন প্রশ্নের উত্তরে ওসি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত হলে লাশ ময়নাতদন্ত না করলেও হয়।
রাজু