
দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানববন্ধন করেছে উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
শুক্রবার (১৪ মার্চ) বিকালে প্রেসক্লাব নাগেশ্বরী’র সামনে যায়যায়দিনের ফ্রেন্ডস ফোরামের আয়োজনে এ মানববন্ধন করেন তারা। এসময় নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি ওমর ফারুক ডিক্লারেশন বহালের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি ও ভোরের ডাকের প্রতিনিধি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মজিবর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও দৈনিক সংগ্রাম এর প্রতিনিধি মজিবুল হক খন্দকার বেলাল, দৈনিক আমার দেশ প্রতিনিধি ও টিআরটি ওয়ার্ল্ডের ফিল্যান্স বাবুল জামান, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের দর্পণের উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি মিজানুর, দৈনিক দেশবাংলা প্রতিনিধি আশরাফুল হক আপেল, দৈনিক সাতমাথার প্রতিনিধি মসলেম উদ্দিন, মাইটিভি ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি আব্দুল হাই, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি মিজানুর, প্রতিদিনের বাংলাদেশ এর প্রতিনিধি জেলাল আহমেদ রানা, দৈনিক মতপ্রকাশের প্রতিনিধি ক্রীড়া সংস্থার সদস্য কামাল হোসেন প্রমুখ।
রাজু