ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

হাইকোর্টের আদেশ মানতে বাগেরহাটে

কৃষি জমিতে লবণ পানি প্রবেশ বন্ধের দাবিতে বিশ্ব নদীকৃত্য দিবস পালিত

স্টাফ রিপোর্টার,বাগেরহাট

প্রকাশিত: ২২:২৫, ১৪ মার্চ ২০২৫

কৃষি জমিতে লবণ পানি প্রবেশ বন্ধের দাবিতে বিশ্ব নদীকৃত্য দিবস পালিত

ছবি : জনকণ্ঠ

বাগেরহাটের রামপালে বিশ্ব নদীকৃত্য দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) উপজেলার সরকারী কলেজের সামনে নদী ভঙ্গন কবলিত এলাকায় এ উপলক্ষে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কৃষি জমিতে লবন পানি প্রবেশ না করানোর দাবী জানানো হয়। কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)'র উদ্যোগে এ র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন প্রেসক্লাব রামপালে সভাপতি ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)'র নেটওয়ার্ক সদস্য এম, এ সবুর রানা, শ্রীফলতলা কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষাক আবুল কালাম, সিডিপির বাগেরহাট জেলার এরিয়া কো অডিনেটর মো. সিরাজুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সিডিপির সহকারী এরিয়া কো-অর্ডিনেটর মনোজকুমার দাস, প্রোগ্রাম অফিসার শাহানাজ সুলতানা পলি এ্যাসোসিয়েট অফিসার মুকিবুজ্জামানসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ।

এসময় বক্তারা বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কৃষি জমিতে লবন পানি প্রবেশ করানো যাবে না, উপজেলার কুমারখালি, মোংলা ঘোষিয়াখালী চ্যানেল ও দাউদখালী নদীর ভাঙ্গনকবলিত স্থান সমূহে ব্লক বা জিও ব্যাগ ফেলে নদী ভাঙ্গন রোধ করতে হবে। বিশেষ করে রামপাল খেয়াঘাট ও রামপাল সরকারি কলেজ এলাকা ও রোমজাইপুর ও ওড়াবুনিয়া এলাকার ভাঙ্গনরোধে ব্যাবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সদয় দৃষ্টি আকর্শন করা হয়েছে। মোংলা বন্দর, সুন্দরবন এবং এ এলাকার পরিবেশ-প্রতিবেশ রক্ষায় নদী ড্রেজিং করতে হবে। নদী ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

/মো. মহিউদ্দিন

×