
বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও ছয়জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শহরের তিনমাথা ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে রিয়াজ ওরফে মিঠু (৪৫), মো. উজ্জল হোসেন ও মো. এরশাদ আলীকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাইবান্ধার সাঘাটা থানার মথরপাড়া বটতলা এলাকা থেকে আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এছাড়া, সদর থানাধীন ঠেঙ্গামারা এলাকায় চুরির মামলার তদন্তের অংশ হিসেবে সোনাতলার গনকপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. জাহিদুল ইসলাম (৩০), মো. পাভেল ইসলাম (২৫) ও মো. শামীম আহমেদ (২৬) নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি মোটরসাইকেলের মধ্যে একটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোটরসাইকেল চুরি, ব্যাংক থেকে টাকা চুরি, ছিনতাই ও মাদক সংক্রান্ত একাধিক মামলা আদালতে চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রাজু