
.
আবির আর রং উৎসবরে মধ্য দিয়ে শুক্রবার দোলযাত্রা উদ্যাপিত হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ এদিন রং খেলায় মেতেছিলেন।
দোল পূর্ণিমা উপলক্ষে আয়োজিত উৎসবে ভক্তরা একই সঙ্গে সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেছেন। আয়োজনে ছিল পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ ও কীর্তন ছাড়াও নানা ধর্মীয় অনুষ্ঠানও। দোলযাত্রাকে ঘিরে শুক্রবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশের সূচনা ঘটে সারাদেশে। পুরান ঢাকায় আবির খেলায় মেতে ওঠেন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-তরুণী ও পথচারীরা।
সেখানকার শাঁখারিবাজার ও তাঁতীবাজারসহ কিছু এলাকার মন্দির, মঠ, রাস্তাঘাট ও বাসাবাড়ি সবখানে মানুষ রঙের উৎসবে যোগ দিয়েছেন। একে অপরকে নানা রঙে রাঙিয়ে তারা অংশ নেন এই আনন্দযাত্রায়। আর আবির খেলাকে কেন্দ্র করে রং, পূজার মোমবাতি, আগরবাতি, প্রসাদ ও ফুলসহ প্রয়োজনীয় সামগ্রীর বিকিকিনি বেশ ভালই হয়েছে। রাজধানীর অন্য সব মন্দির ও মঠেও ছিল অনুরূপ আয়োজন। এসব মন্দিরে সকাল থেকেই নানা রঙের অর্ঘ্য নিয়ে নানা বয়সী ভক্তদের আসতে দেখা যায়।
বরাবরের মতো এ বছরও দোল উৎসবের আয়োজন হয় ঢাকেশ্বরী মন্দির মলোঙ্গনে। মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে সেখানে সকাল সাড়ে ৮টায় শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। ভজন কীর্তন, হোমযজ্ঞ ও আবির খেলার হোলি অন্যান্য আয়োজন। মন্দিরে ধর্মবর্ণ নির্বিশেষে সবার মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। পূজা শেষে দুপুর ১২টায় প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। সেখানে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের উদ্যোগে দোল পূর্ণিমা উপলক্ষে সত্যনারায়ণ পূজার আয়োজন করা হয়।
রং ছিটিয়ে, বন্ধু-বান্ধবী ও সহপাঠীদের গায়ে-মুখে রং মাখিয়ে আবির উৎসবে মেতেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সারাদেশেও এই উৎসব উদ্যাপন হয়েছে।