ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন 

মিজানুর, নাগেশ্বরী,কুড়িগ্রাম।।

প্রকাশিত: ২০:৪৩, ১৪ মার্চ ২০২৫

আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন 

মাগুরার তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্রী আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (১৪মার্চ) বিকেলে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়ে ধর্ষকের ফাঁসির দাবিতে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে 'আমার বোন কবরে, খুনি কেন বাহিরে' সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এছাড়া ধর্ষণরোধে কঠোর পদক্ষেপ নিতে আইন-প্রশাসন ও সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, মুখ্য সংগঠক ইয়াকুব রহমান শ্রাবন, জাতীয় নাগরিক কমিটির মাহফুজুল ইসলাম কিরণ ও জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আফরোজা

×