
বগুড়ায় মোটরসাইকেল চুরির মামলায় ডিবি পুলিশ বগুড়া ও গাইবান্ধার সাঘাটা এলাকায় অভিযান চালিয়ে ৪টি মোটরসাইকলে উদ্ধার ও চোর চক্রের ৬ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলো- জাহিদুর (৩০), পাভেল (২৬), শামিম (২৬), রিয়াজ (৪৫), উজ্জল (৩৮) ও এরশাদ (৩৫)।
পুলিশ জানায়, বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকার এক ব্যক্তির গ্যারেজ থেকে ফেব্রুয়ারি মাসে ২টি মটরসাইকেল চুরি হয়। এ মামলায় বগুড়া ডিবি পুলিশ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার সোনাতলা উপজেলার নগরপুর এলাকায় অভিযান চালিয়ে ১টি চোরাই মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার রাতে অপর এক অভিযান চালিয়ে শহরের ৩ মাথা এলাকা থেকে রিয়াজ নমে এক ব্যক্তিকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে ডিবির একটি টিম। পরে তার দেওয়া তথ্যানুযায়ী সাঘাটা এলাকায় অভিযান চালিয়ে অপর দুইজনকে গ্রেপ্তার এবং আরো দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে ডিবি পুলিশ জানায়। এরা মোটরসাইকেল চুরি চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে চুরি ছিনতাই ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।