
গাইবান্ধায় যৌথবাহিনীর অভিযানে মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ি থেকে ২০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। গাইবান্ধা সদরের বল্লমঝার ইউনিয়নের দক্ষিণ ধানঘড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকার বাড়ি থেকে ২০০ ইয়াবা ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার রাত ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ভাইস চেয়ারম্যানের বাড়িটি ঘিরে রাখে প্রশাসন। পরে ২ ঘণ্টা যৌথ অভিযান চালিয়ে আব্দুর রহমান (৪৫)-কে আটক করা হয়। সে মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকার স্বামী ও দক্ষিণ ধানঘড়া এলাকার আমান মিয়ার ছেলে।