
মিজানুর রহমান
রাজশাহীর তানোরে ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজনের নিহতের ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মিজানুর রহমান তানোর পৌরসভার সাবেক মেয়র। তিনি ছাড়াও তানোরের পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমানকেও বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা বিএনপি তাদের বহিষ্কার করে। জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব বিশ্বনাথ সরকারের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ দুইজনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।