
কুড়িগ্রাম : চিলমারীর ভাসমান ডিপোতে পাওয়া যায় না ডিজেল
চিলমারীর ভাসমান ডিপোতে ডিজেল না থাকায় ভোগান্তিতে চার জেলার কৃষকসহ চর-দ্বীপচরের কৃষক ও নৌ চালকরা। কয়েক বছর ধরে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সরকারি মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল কেনায় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। কুড়িগ্রামের চর-দ্বীপচরসহ বিভিন্ন জেলায় জ্বালানি তেল নিশ্চিত করতে ১৯৮৯ সালে স্থাপিত হয় যমুনা ও মেঘনা অয়েল কোম্পানি লিমিটেড নামে দুইটি ভাসমান তেল ডিপো। কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও লালমনিরহাট জেলার কয়েকটি উপজেলায় জ্বালানি তেল সরবরাহ করে আসছে। ডিপো দুইটির অনুমোদিত ২০ জন ডিলার সরকারি দামে জ্বালানি তেল ক্রয় করে খুচরা বিক্রেতাদের নিকট সরবরাহ করেন। প্রায় ১০ লাখ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন এই বার্জ দুইটিতে প্রায় ৪ বছর ধরে তেলশূন্য হয়ে পড়ে আছে। ভাসমান ডিপো দুইটিতে তেল না থাকায় সেখানে জড়িত স্থানীয় শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। অপরদিকে খুচরা বাজারে বেশি দামে তেল কিনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।
চিলমারীর রমনা এলাকার স্থানীয়রা জানান, চার জেলায় বিভিন্ন এলাকায় সেচ মৌসুম এবং ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীতে নৌকা, ড্রেজার মেশিন, ট্রাক্টর, জেনারেটর, মাহেন্দ্র, নছিমন-করিমনসহ বিভিন্ন যন্ত্র চালনার জন্য প্রতিদিন গড়ে তেলের চাহিদা প্রায় ৮শ থেকে ৮৫০ ব্যারেল বা দুই লাখ থেকে সোয়া দুই লাখ লিটার। এত তেলের চাহিদা থাকলেও কর্তৃপক্ষের অবহেলার কারণে বছরের পর বছর তেল ডিপো বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ ব্রহ্মপুত্র নদে নাব্য সংকট দেখিয়ে তেল সরবরাহ বন্ধ রেখেছে। অথচ ব্রহ্মপুত্র নদে নিয়মিতভাবে রৌমারী-চিলমারীতে ফেরি চলাচল করছে এবং ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি হচ্ছে।
ভাসমান তেল ডিপোর শ্রমিকরা জানান, চার বছর থেকে ডিপোতে তেল না আসার কারণ বলতে পারেন না। তবে ডিপোকে ঘিরে স্থানীয় তিন শতাধিক শ্রমিক এখন বেকার সময় পার করছে।
ডিলার হযরত আলী জানান, ভাসমান ডিপোতে তেল না থাকায় ডিলাররা পার্বতীপুর, রংপুর ডিপো থেকে তেল কিনে স্থানীয় চাহিদা পূরণ করছেন। বাইরে থেকে তেল আনতে অতিরিক্ত পরিবহন, ঘাটতি ও শ্রমিক খরচ দিয়ে প্রতি লিটারে প্রায় ২ টাকা বেশি পড়ছে। এভাবে ডিলার থেকে খুচরা বিক্রেতার হাত বদল হয়ে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি হচ্ছে ৪/৫ টাকা বেশি দরে। ফলে বাড়তি দামে তেল কিনে কৃষকের উৎপাদনসহ অন্যান্য খাতে এর প্রভাব পড়ছে।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান, ভাসমান ডিপোতে তেল না থাকার বিষয়টি জানেন না। তবে আগামীতে দেখবেন বলে জানান।