ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

গাজীপুরে ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥

প্রকাশিত: ২০:১১, ১৪ মার্চ ২০২৫

গাজীপুরে ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

গাজীপুরে ঈদের বোনাস ও মাতৃত্বকালীন ছুটিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় একটি সোয়েটার কারখানার শ্রমিকরা। এসময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় সোয়া দুই ঘন্টা অবরোধ করে রাখে। শুক্রবার মহানগরীর বাসন থানাধীন তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, শুক্রবার মহানগরীর তেলিপাড়াস্থিত ‘স্মোক সোয়েটার’ নামের কারখানার শ্রমিকরা ঈদের বোনাস ও মাতৃত্বকালীন ছুটিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে সকাল সোয়া ৯টার দিকে তারা কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে অবস্থান নিয়ে অবরোধ করে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

ভোগান্তিতে পড়েন এই সড়কে যাতায়াতকারী বিভিন্ন পরিবহনের চালক ও যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়কের উপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা অবরোধ তুলে না নেওয়ায় বেলা সাড়ে ১১ টার দিকে তাদেরকে ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হলে প্রায় সোয়া দুইঘন্টা পর ফের যানবাহন চলাচল শুরু হয়। তবে তারা কারখানার সামনে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। 

শিল্প পুলিশের গাজীপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল আলম জানান, শ্রমিকরা ঈদ বোনাস বৃদ্ধি ও মাতৃত্বকালীন ছুটিসহ দাবিতে মহাসড়ক অবরোধ করেছিল। তাদেকে বুঝিয়ে বেলা সাড়ে ১১ টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিকেলে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার পর শ্রমিকদের দাবি দাওয়া সমাধানের আশ্বাস দিলে তারা আন্দোলন প্রত্যাহার করে বাড়ি ফিরে যায়। 

আফরোজা

×